মুক্তাগাছায় দেবাশীষ ঘোষ বাপ্পীর উদ্যোগে মাস্ক বিতরণ


F.Taj প্রকাশের সময় : জুলাই ২১, ২০২০, ১০:৩৮ PM /
মুক্তাগাছায় দেবাশীষ ঘোষ বাপ্পীর উদ্যোগে মাস্ক বিতরণ

মুক্তাগাছায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী’র উদ্যোগে মাক্স বিতরণ করা হয়।

মঙ্গলবার দেবাশীষ ঘোষ বাপ্পী’র নির্দেশনায় মুক্তাগাছা শহরের পাড়াটঙ্গী ফরাজীবাড়ী, নিজাম উদ্দীন স্কুল রোড, বড়বাড়ী সহ শহরের সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ তাহযীব আল আমীন, জিবারুল ইসলাম, নজরুল ইসলাম, মোস্তফা মিয়া ও নাহিদ আহসান কাউসার।

জানতে চাইলে দেবাশীষ ঘোষ বাপ্পী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীতে টিকে থেকে এগিয়ে যাবার যুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। সে প্রয়াসে আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি প্রথম পিপিই প্রদান করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও অসহায় মানুষদের সাহায্যার্থে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছেন যা এখনো চলমান রয়েছে। এছাও ধারাবাহিকভাবে মাস্ক বিতরণ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।