মুক্তাগাছায় বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসার দাবীতে ইসলামী যুব আন্দোলনের যুববন্ধন অনুষ্ঠিত


F.Taj প্রকাশের সময় : জুলাই ৩, ২০২০, ১২:১৩ AM /
মুক্তাগাছায় বিনামূল্যে করোনা  টেস্ট ও চিকিৎসার দাবীতে ইসলামী যুব আন্দোলনের যুববন্ধন অনুষ্ঠিত

মুক্তাগাছায় বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসার লক্ষে ইসলামী যুব আন্দোলনের যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় প্রেসক্লাবের সম্মুখে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুব সংগঠন ইসলামী যুব    আন্দোলন মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে করোনা মহামারী নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানসহ অর্থনৈতিক হুমকিতে পড়া যুবকদের জরুরী ভিত্তিতে বেকার ভাতা ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে যুববন্ধন কর্মসূচি পালন করে।

যুববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকার কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। দিন যতই যাচ্ছে দেশের মানুষের দুঃখ-দূর্ভোগ ততই বাড়ছে। কিন্তু সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের কোন খোঁজ মিলছে না জাতির এই দুঃসময়ে। করোনা নিয়ন্ত্রণে বহির্বিশ্বের দেশগুলোর তৎপরতা আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশ সরকারের এ ব্যাপারে কোন তৎপরতা নেই। এই মহামারীর সময়ে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, কিন্তু করোনা টেস্ট ফি নির্ধারণ করে দেশের মানুষের উপর মরার উপর খাঁড়ার ঘা তৈরী করে দিয়েছে। এই নির্ধারিত ফি বাতিল করে চিকিৎসা সামগ্রী প্রদান নিশ্চিত করতে হবে। দেশের প্রায় অধিকাংশ যুবক সমাজ তাদের কর্মসংস্থান হারিয়ে দিশেহারা। তাই যুবসমাজের জন্য বেকার ভাতা প্রদান ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবী জানান তারা।

যুববন্ধনে ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান এর সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আল আমীন সাদীক এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহবুব হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুক্তাগাছার সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন মুক্তাগাছা উপজেলার সভাপতি হাফেজ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা ডা:রুহুল আমিন, উপজেলা মুজাহিদ কমিটির সাবেক ছদর হাফেজ মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।