মুক্তাগাছায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের সত্রাশিয়া নামক স্থানে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়ানো অবস্থায় বিআরটিসির দ্বিতল বাসের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চালক ও যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে মুক্তাগাছা ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থলে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
স্টেশন অফিসার মোঃ নাসির উদ্দিন জানান, রাত ৩ টা ৩০ মিনিটের দিকে সংবাদ পেয়ে আমরা ৯ জনের টিম ঘটনাস্থলে ছুটে যাই এবং পিকআপ ভ্যান ভচকে যাওয়ায় আটকে যাওয়া চালক ও এক যাত্রীকে উদ্বার করে হাসপাতালে প্রেরণ করি।
আপনার মতামত লিখুন :