মুক্তাগাছায় কালভার্ট সংস্কার করলো খেলাফত যুব মজলিস


F.Taj প্রকাশের সময় : জুন ২২, ২০২০, ৭:২৫ PM /
মুক্তাগাছায় কালভার্ট সংস্কার করলো খেলাফত যুব মজলিস

দীর্ঘদিন যাবৎ কালভার্টের দুটি স্লাব ভেঙ্গে পড়েছিল। এতে খামারের বাজার-চন্দবাড়ী-মুক্তাগাছা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের নয়াবিলা নামক স্থানে কালভার্টের সংস্কার করে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিসের নেতাকর্মীরা।মুক্তাগাছায় কালভার্ট সংস্কার করলো খেলাফত যুব মজলিস

সোমবার সকালে খামারের বাজার-মুক্তাগাছা সড়কের নয়াবিলায় দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকা এ কালভার্টটির দুটি স্লাব নিজেদের অর্থায়নে তৈরী করে স্থাপন করে তারা।