প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা অনুযায়ী দেশের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে সে জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুক্তাগাছার আয়োজনে প্রথমবারের মতো সকল নার্সারি মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক স্কাউটস্ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, উপজেলা কৃষি অফিসার ফায়জুল ইসলাম ভূঞা প্রমূখ।
সভায় মুক্তাগাছার নিবন্ধিত মোট ৮৪ জন নার্সারি মালিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :