মুক্তাগাছা উপজেলার খামারের বাজারের স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
রবিরার রাতে খামারের বাজারের মা শিল্পালয় ও অরবিন্দ ঘোষের কাপড়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
মা শিল্পালয়ের মালিক বিনয় পাল জানান, সন্ধ্যারাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে তালা খুলে দেখেন উপরের টিনের চালা কেটে অজ্ঞাত চুরেরা প্রায় দেড়শো ভরি রূপা, ৭ ভরি সোনা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
কাপড়ের দোকানী অরবিন্দ ঘোষ জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকান খুলে দেখেন পেছনের স্টিলের দরজা কেটে ১লক্ষ টাকার মূল্যের কাপড় চুরেরা নিয়ে যায়।
সোমবার দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গত জানুয়ারীতে একটি দোকান ও ২৯ ফেব্রুয়ারীতে বাজারের কেন্দ্রীয় মসজিদে একই রকমে চুরি সংগঠিত হয়।
এদিকে এলাকায় মাদকের ছড়াছড়ি ও মাদক সেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এ রকম অবস্থা সৃষ্টি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান।
আপনার মতামত লিখুন :