মুক্তাগাছায় কাব্যগ্রন্থ- বিষবৃক্ষ’র মোড়ক উন্মোচন


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২০, ৩:৩১ PM /
মুক্তাগাছায় কাব্যগ্রন্থ- বিষবৃক্ষ’র মোড়ক উন্মোচন

দীপঙ্কর দে ও অজয় কৃষ্ণ দে এর যৌথ কাব্যগ্রন্থ বিষবৃক্ষ এর মোড়ক উন্মোচন বৃহস্পতিবার মুক্তাগাছার ভাবকীর মোড়স্থ গণি সরকার মেমোরিয়াল গণ-গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক ও কবি ফেরদৌস তাজের সঞ্চালনায় গসমেগ সভাপতি ও সাংবাদিক সাইফুজ্জামান দুদু এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শাকিলা সাকী। মূখ্য আলোচক ছিলেন কথা সাহিত্যিক তালুকদার সাখাওয়াত বকুল, আলোচক- কবি সুরঞ্জিত বাড়ই।

এছাড়াও উপস্থিত ছিলেন দীলিপ চন্দ্র দে, ঘাটাইল ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের প্রভাষক মাহবুবুল হাসান, রাশিদুল আলম শিমুল, রঞ্জন দে, কবি সেলিম সাইফুল, আবুল হোসেন, রবিউল আলম প্রমূখ।

রঞ্জন দে এর প্রচ্ছদ অলংকরনে কথা পাবলিশার্সের প্রকাশনায় কাব্যগ্রন্থ অমর একুশে বইমেলা- ২০২০ এ লিটলম্যাগ চত্ত্বরে পাওয়া যাচ্ছে।