বিয়ে করতে বরযাত্রী নিয়ে রওনা হয়েছিলেন বর। কিন্তু প্রচণ্ড তুষারপাতে রাস্তা পুরোটা ঢেকে গেছে বরফে। তাই বরযাত্রী নিয়ে পাক্কা চার কিলোমিটার পথ বরফের ওপর দিয়ে হেঁটেই হাসিমুখে বিয়ের আসরে পৌঁছান বর! ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার হিমালয়বেষ্টিত প্রদেশ উত্তরাখন্ডে হেঁটে বিয়ে করার এ ঘটনা ঘটেছে। উত্তরাখন্ডে প্রচণ্ড তুষারপাতের কারণে পুরো রাস্তাই বরফে ঢেকে যায়। উপায় না দেখে তুষারপাতের মধ্যেই ছাতা মাথায় কনের বাড়িতে পৌঁছান বর। টুইটারে ছবিগুলো শেয়ার হওয়ার পর বেশ সাড়া ফেলেছে। জনপ্রিয় বাংলা প্রবাদ ‘ইচ্ছা থাকলে উপায় হয়’–এর আদলে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘ইচ্ছা থাকলে বউ মেলে’। আরেক ব্যবহারকারী বরের প্রশংসা করে লিখেছেন, ‘এই ব্যক্তি হাসিমুখে ভালোবাসার নতুন সংজ্ঞা লিখছেন।’ আরেকজন লিখেছেন, ‘একে এখনই সেরা বরের পুরস্কার দিয়ে দেওয়া হোক।’ অন্য একজন লিখেছেন, ‘ভালোবাসা জিনিসটা সহজ নয়!’
আপনার মতামত লিখুন :