মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু


F.Taj প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২০, ১:৪৮ PM /
মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের ছেড়া তারে জড়িয়ে বিল্লাল হোসেন(৩০) নামের ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার এসআই নীল কমল চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার নিমুরিয়া এলাকার বাসিন্দা সুরুজ আলীর পুত্র ভ্যানচালক বিল্লাল তার ভ্যানরিকশা নিয়ে বাড়ি থেকে বেড় হন। পথিমধ্যে বাড়ি সংলগ্ন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেভি লাইনের একটি ছেড়া তারের সঙ্গে লেগে যান। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।