দিদিমনি’র বিদায়ে অশ্রুসিক্ত শিক্ষক-শিক্ষার্থী


F.Taj প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২০, ৭:১২ PM /
দিদিমনি’র বিদায়ে অশ্রুসিক্ত শিক্ষক-শিক্ষার্থী

মুক্তাগাছা উপজেলার ২০ নং খামারের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নিগ্ধা রানী সাহা এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খামারের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফজলুর রহমান, মোহাম্মদ আলী চকদার, সহকারি শিক্ষক সম্পা চক্রবর্তী, রেজাউল করিম, তুষ্টি সাহা, মোঃ মনিরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী, বন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ফেরদৌস তাজ, রিফাত হাসান প্রমূখ।

প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার বলেন, তিনি ছিলেন এ বিদ্যালয়ের একজন বটবৃক্ষ। ফুলের মত সবাইকে হাসিয়েছেন। আদরে আগলে শিক্ষার্থীদের সকল সময়ই জ্ঞানদান করেছেন। তার বিদায়ে একজন অবিভাবক ও একজন আদর্শ শিক্ষককে আমরা হারাতে চলেছি।

দিদিমনি'র বিদায়ে অশ্রুসিক্ত শিক্ষক-শিক্ষার্থী
প্রিয় শিক্ষক দিদিমনি’র হাতে উপহার তুলে দিচ্ছেন সাংবাদিক ফেরদৌস তাজ

প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক ফেরদৌস তাজ বলেন, ২৩ বছর আগে তারুণ্য দীপ্ত গোছালো পরিপাটি একজন শিক্ষকের আগমন ঘটেছিল এ বিদ্যালয়ে। তার সুমিষ্ট বাচন ও সুগঠিত পাঠদানে আমরা খুব কম সময়ে পাঠ মনস্থ করতে পারতাম। আমরা চলতে, সুন্দর করে বলতে, সাংস্কৃতিক পরিমন্ডল ও শালীনতার আত্মস্থ করেছিলাম প্রিয় দিদিমনির কাছ থেকে।

দিদিমনি তার বক্তৃতায় সকলের কাছে তার জন্য আশির্বাদ কামনা করেন। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দিতে বলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রিয় দিদিমনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।