বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এ প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শনিবার সকালে র্যালী শেষে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, উপজেলা সমবায় কর্মর্তা আলী উসমান, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা রাশেদুল আলম, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা জিন্নত আলী জিন্নাহ, জোবায়ের আহমেদ গালিব।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী।
আপনার মতামত লিখুন :