মুক্তাগাছায় জাতীয় যুব দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ১, ২০১৯, ৮:৩৬ PM /
মুক্তাগাছায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

ওয়ার্ল্ড বাংলাদেশ মুক্তাগাছার সহযোগিতায় যুব র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ হযরত আলী অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সুবর্ণা সরকার ।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ওয়ার্ল্ড বাংলাদেশ মুক্তাগাছার কর্মকর্তা পলাশ হিউবার্ট, রাশিদুল আলম মৌসুশী আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ হলো যুবক। এর অধিকাংশই বেকার। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্টিকে উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আসুন আমরা সরকারী বেসরকারী সকলে মিলে বেকার যুবকদের উন্নত প্রশিক্ষন দিয়ে জাগিয়ে তুলি। তাতে আমরা আমাদের নিজেদের প্রতিভা দিয়ে দ্রুত আমাদের লক্ষ্যে পৌছতে পারবো।