মুক্তাগাছায় শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির অংশগ্রহনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছার আয়োজনে বার্ষিক সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে উপজেলার ১১টি সংগঠনকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার। বক্তব্য রাখেন এপিসি ম্যানেজার প্রকাশ চাম্বুগং, এপি ম্যানেজার নম্রতা হাউই, প্রোগ্রাম অফিসার তিতুস হাচ্ছা, মার্সেল রংদি, বেলিম ম্রং, দিপা রুলী দিও, শ্রাবন্তী বিশ্বাস প্রমূখ।
সভায় শিশু ফোরামের নুরুন নাহার আক্তার মীমকে ‘হিরো অফ দ্যা ইয়ার’ সম্মানে ভূষিত করে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় উপজেলার শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির ২শতাধিক লোক অংশগ্রহন করে।
আপনার মতামত লিখুন :