‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই প্রত্যয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিডি ক্লিন মুক্তাগাছার উদ্বোধন করা হয় ।
শুক্রবার বিকালে বিডি ক্লিন ময়মনসিংহের সমন্বয়ক আবু আল সাঈদ সিফাতের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. বদর উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল, কবি ও ছড়াকার আলী ইউসুফ, ফখরুল হাসান, সাংবাদিক ফেরদৌস তাজ, সাজ্জাদ সরকার, নূর মোহাম্মদ আকাশ প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিডি ক্লিন মুক্তাগাছার সমন্বয়ক মোঃ জান্নাতুল নাঈম।
আপনার মতামত লিখুন :