মুক্তাগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৯, ১:২৩ PM /
মুক্তাগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘জনসংখ্যা উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এ পতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে, মুক্তাগাছা এপি ও মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের শহীদ হযরত আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তাগাছা এপি ম্যানেজার ন¤্রতা হাউই, পোগ্রাম অফিসার রাশেদুল আলম, সিক্তা চাম্বুগং, পলাশ হিউবার্ট, মৌসুমি আক্তার প্রমূখ।