মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু


F.Taj প্রকাশের সময় : জুন ২৫, ২০১৯, ১১:৩৪ PM /
মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু

মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু হয়েছে।

মঙ্গলবার সকালে মুক্তাগাছা শহরের ভাবকীর মোড়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ২ আর্মড ব্যাটালিয়নের সিও নজরুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আহসান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী প্রমূখ।

বাস সার্ভিসটি মুক্তাগাছার ভাবকীর মোড় থেকে ময়মনসিংহ শহরের টাউনহল মোড়-কাচারী-ব্রীজ মোড়-চরপাড়া হয়ে মাসকান্দা পর্যন্ত চলাচল করবে। ২০ কিমি পথ চলাচলের এ সার্ভিসের ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।