মুক্তাগাছায় পথশিশু ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ


F.Taj প্রকাশের সময় : জুন ১, ২০১৯, ৮:২৩ PM /
মুক্তাগাছায় পথশিশু ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তাগাছায় পথশিশু ও বয়স্ক নৈশ শিক্ষা একাডেমির উদ্যোগে পথশিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনুর রশিদ’র সঞ্চালনায় শনিবার বিকালে পথশিশু ও বয়স্ক নৈশ শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ তারেক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা নূরুল ইসলাম, সমাজসেবক আব্দুল হক, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক ফরিদ, সম্পাদক শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর মালেক সুদীপ্ত, শহর শ্রমীক লীগের আহবায়ক হেদায়াতুজ্জামান মুক্তা, শহর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাজন আহমেদ রিজওয়ান প্রমূখ।

অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক পথশিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।