বাংলাদেশের ডেঞ্জারম্যান সাকিব


F.Taj প্রকাশের সময় : মে ২৭, ২০১৯, ৪:০৮ PM /
বাংলাদেশের ডেঞ্জারম্যান সাকিব

পন্টিংয়ের চোখে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রধানতম অস্ত্র সাকিব। রবিবার ক্রিকেটডটকমডটএইউকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাটে-বলে সাকিবের সক্ষমতা ব্যাখ্যা করেছেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা পন্টিং।

বিশ্বসেরা অলরাউন্ডারের মর্যাদা উদ্ধার করা সাকিব ১৯৮টি ওয়ানডে খেলে ৩৫.৭৩ গড়ে করেছেন ৫৭১৭ রান। বল হাতে তার শিকার ২৪৯ উইকেট। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের অন্যতম রূপকারও তিনি। তাই বাংলাদেশ দলের ডেঞ্জারম্যান খুঁজতে গিয়ে এক মুহূর্তও ভাবতে হয়নি পন্টিংকে, ‘সাকিব আমার চোখে বাংলাদেশের ডেঞ্জারম্যান।’ পন্টিং আরও বলেন, ‘এখানে (আন্তর্জাতিক পরিমন্ডলে) তার বিচরণ অনেক দিনের। মাঠের চারপাশে শট নেওয়ার ক্ষমতা রয়েছে তার। বিশেষ করে স্কয়ার, ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং থার্ডম্যান অঞ্চল দিয়ে দুর্দান্ত স্ট্রোক খেলতে পারে।’

বলে খুব বেশি টার্ন না থাকা সত্ত্বেও পন্টিংয়ের চোখে স্পিনার সাকিব একেবারেই অন্যরকম, ‘বোলিংয়ে সাকিবের বুদ্ধিমত্তার ছাপ বেশি পাওয়া যায়। সে কখনই খুব বড় টার্নার নয়। বলের গতির ওপর তার নিয়ন্ত্রণ অবাক করার মতো। আর্মার বলগুলো খুব ভালো করে। এই মুহূর্তে আমি তাকে আলাদা করে রাখব কারণ বেশিরভাগ স্পিনারই চায় খুব বেশি রান না দিতে। কিন্তু সাকিব অন্যভাবে চিন্তা করে। প্রথম দুটি ডেলিভারিতে সে আপনাকে খেলার সুযোগ করে দেবে। এরপরই গতি পরিবর্তন করে বিভ্রান্ত করবে। এরকম স্পিনারকে খেলা মোটেই সহজ নয়।’

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশাপাশি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা সাকিবের অভিজ্ঞতার কথাও বলতে ভোলেননি পন্টিং, ‘সাকিব দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করছে। আইপিএল এবং বিগ ব্যাশেও দীর্ঘদিন ধরে খেলছে। তার অভিজ্ঞতাটা বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য।’

নটিংহ্যামে ২০ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পন্টিংয়ের দৃষ্টিতে বাংলাদেশের ডেঞ্জারম্যান সাকিব তার নিজের দলকে কতটা বেকায়দায় ফেলেন সেটাই দেখার অপেক্ষা।