মুক্তাগাছা উপজেলার বিভিন্ন শ্রমজীবি সংগঠন র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়।
র্যালিতে মটর শ্রমিক ইউনিয়ন, মোটর সাইকেল মেকানিক শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান শ্রমিক, রাজমিস্ত্রী শ্রমিক, বস্ত্র দোকান শ্রমিক, কাঠমিস্ত্রী শ্রমিক, ওয়েল্ডিং শ্রমিক, রংমিস্ত্রি শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র্যালিতে অংশ গ্রহন করে।
সকালে মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাকারিয়া হারুন।
আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এড. ইদ্রিস আলী, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সাধারন সম্পাদক মোখলেছুর রহমান পেল্টু, মটর চালকলীগ নেতা শফিকুর রহমান, আব্দুল কুদ্দুছ, প্রীতেশ দাস, ফারুক, সুলতান প্রমুখ।
আপনার মতামত লিখুন :