মুক্তাগাছায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, মাদকাসক্তি ও যৌন নিপীড়ন রোধে ইমাম ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ২০১৮ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও কেয়ারটেকারদের পুরস্কার ও যাকাত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মুক্তাগাছা উপজেলার মডেল কেয়ারটেকার মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকারিয়া হারুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ।
অনুষ্ঠানে ২০১৮ সালের ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কেয়ারটেকার হিসাবে মুক্তাগাছা উপজেলার মডেল কেয়ারটেকার মো: সাখাওয়াত হোসেন ও মুক্তাগাছা উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সেরা শিক্ষক হিসাবে কৃষ্ণনগর উত্তরপাড়া মন্ডলবাড়ী প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোছা: রেবেকা ইয়াছমীন, মহেশবাড়ী জামে মসজিদ প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক মো: মোতালেব হোসেন এবং কাতলসার গোরস্থান জামে মসজিদ সহজ কুরআর শিক্ষা কেন্দ্রের শিক্ষক মো: তসলিম উদ্দিনকে সম্মাণনা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :