অমর একুশে বইমেলার ৭ম দিনে কবি সৌহার্য্য ওসমানের প্রথম কাব্যগ্রন্থ “জলঘুমে অথরা’’ এর মোড়ক উন্মোচন করা হয়।
কবি ও নাট্যকার, বাচিক শিল্পী মিহির হারুন, সাংবাদিক ফেরদৌস তাজের উপস্থিতিতে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কাব্যগ্রন্থটি উন্মোচন করেন ডা: আইনুল হক।
উন্মোচন মঞ্চে কবি সৌহার্য্য ওসমান সকলের প্রতি বেশি বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, যারা প্রকৃতই কবিতা পড়তে চান, “জলঘুমে অথরা’’ পাঠে আশাহত হবেন না।
তিনি আরো বলেন, নাগরিক জীবনের মিশেলে প্রকৃত কবিতার স্বাদ খুঁজে পাবেন এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায়।
উল্লেখ্য, সারজাদ সৌম’র প্রচ্ছদে, প্রিন্ট পোয়েট্রি’র প্রকাশনায় “জলঘুমে অথরা’’ কাব্যগ্রন্থটি অমর একুশে বইমেলার (সোহরাওয়ার্দী উদ্যান) ২৭৩ নং স্টল “মেঘ” এ পাওয়া যাচ্ছে।
আপনার মতামত লিখুন :