মুক্তাগাছা উপজেলার ৮জন অসহায়, ভূমিহীন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে জমির দলিল হস্তান্তর করা হয়।
শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এ দলিল হস্তান্তর করেন।
দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, সাবেক এমসিএ খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা, সহকারী কমিশনার (ভূমি) রাজিব উল আহসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু প্রমূখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: হাকিম, মুক্তিযোদ্ধা শহীদ হয়রত আলীর কন্যা শাহিদা বেগম, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ সরকার, মুক্তিযোদ্ধা মরহুম শামছুল হকের কন্যা আসমা খাতুন, মুক্তিযোদ্ধা মরহুম আ: সামাদের কন্যা রেখা আক্তার ও মুক্তিযোদ্ধা আব্দুস সুলতানকে জমির দলিল হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :