F.Taj প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০১৮, ৭:০৮ PM /

মুক্তাগাছা উপজেলার আর.এম.পি ভুক্ত গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষে পল্লী ডাক্তার ফাউন্ডেশন মাসব্যপী প্রশিক্ষণের আয়োজন করেছে। বুধবার সকালে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন।মুক্তাগাছায় গ্রাম ডাক্তারদের রিফ্রেসার প্রশিক্ষণ

মুক্তাগাছা পল্লী ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ তারেক, মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কলসালন্টেড ডাঃ উৎপল সরকার, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম, ডাঃ মিঠুন বক্সী, ময়মনসিংহ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শফিকুর রহমান প্রমূখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাছিনুর রহমান খান, সদস্য সাইদুর রহমান ও মোঃ জহির।