রবিবার মুক্তাগাছা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলার সত্রাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সদস্য সচিব আনিছুর রহমান অতুন, আতাউর রহমান খান লেলিন, ওসি (তদন্ত) মাহবুব হোসেন, এটিও মমতাজ বেগম, প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায় উপজেলা থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৬৬৯২ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ছিল ৬৯৭জন। এর মধ্যে অংশ গ্রহন করেন ৬৩৫৪ জন এবং ইবতেদায়ীতে অংশগ্রহন করেন ৫৫৬ জন। পরীক্ষায় প্রাথমিক ও ইবতেদায়ীতে ৪৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :