পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীতে সোমবার কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মুক্তাগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্ম বিরতি পালন করেন।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মুক্তাগাছা শাখার ব্যানারে সকাল- ৯.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত পূর্ণদিবস পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্ম বিরতি পালন করা হয়।
কর্ম বিরতিতে অংশগ্রহন করেন মুক্তাগাছা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাহী প্রকৌশলী মোঃ মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, পৌরসভার সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী, বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান কবীর, বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান কামাল, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া ইয়াসমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা এমএ বারী আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদেক মিয়া, প্রচার সম্পাদক নূরুল মোমেন খান, সাংগঠনিক সম্পাদক একেএম মাহবুব মোর্শেদ রাসেল, নির্বাহী সদস্য একেএম মোফাজ্জল হক দুদ,ু ইসমাইল হোসেন, সৈয়দ মোকছেদুল হক, হাসিবুর রহমান, জাহাঙ্গীর আলম সোহেল, আব্দুল কাদের সেলিম।
আপনার মতামত লিখুন :