রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০১৭, ১১:৫৫ AM / ৪২
রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভারতের ত্রিপুরা রাজ্যে এর উৎপত্তিস্থল।

প্রসঙ্গত, ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমার টেকটনিক প্লেটের মাঝে আবদ্ধ। ফলে এই প্লেটগুলোর নাড়াচাড়ার ফলে আমাদের দেশে মাঝেমাঝেই ভূমিকম্প অনুভূত হয়।