মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০১৭, ১০:৫১ AM / ৭৫
মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মঙ্গলবার মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন প্রচার অভিযান মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হাত ধোয়া কর্মসূচী শেষে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নায়েব আলী খান, বড়গ্রাম ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান, দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী হুসি, বাঁশাটি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু, মুক্তাগাছা এডিপি ওয়ার্ল্ড ভিশন প্রকল্প কর্মকর্তা রাশিদুল ইসলাম, ফাতেমাতুজ জহুরা সারা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।