সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০১৭, ১১:৩৮ AM / ৬৬
সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশে কী সমস্যা আছে তা নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই।

রোববার সকালে ৯টার দিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে গেজেট প্রকাশে পরবর্তী শুনানির জন্য সময় আবেদন মঞ্জুর করে ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে এ বিষয়ে কয়েক দফা সময় আবেদন মঞ্জুর করেন আদালত।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।