প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার নিজ বাসাতেই আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের এক নম্বর আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।
এর আগে গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা এবং তার সম্পর্কে খোঁজখবর জানতে সিনিয়র আইনজীবীদের নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার কাছে সাহায্য চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার সকাল ৯টায় আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এ আবেদন করা হবে বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
গতকাল বুধবার ওই বৈঠক শেষে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছিলেন, বারের পক্ষ থেকে বিভিন্ন রকম বক্তব্য আমরা দিয়েছি।সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগকে সব সময় সমর্থন করা। বিচার বিভাগের সম্মান-মর্যাদা সব কিছু রক্ষা করার জন্য দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ জে মোহাম্মদ আলী প্রমুখ এ আবেদন জানান।
আপনার মতামত লিখুন :