মুক্তাগাছায় বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভিসহ জনজীবন


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ১, ২০১৭, ৫:০৬ PM / ৪৩৬
মুক্তাগাছায় বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভিসহ জনজীবন

মুক্তাগাছায় বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে নাভিশ্বাস। বৃষ্টির পানিতে মহাসড়ক সহ অলিগলি রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভিসহ হয়ে ওঠেছে জনজীবন। শুক্রবার গভীর রাত থেকে কখনও গুঁড়িগুঁড়ি, কখনও ভারী বৃষ্টিতে শহরের সকল ড্রেন উপচে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের নিন্মাঞ্চল ডুবে পানিতে টইটুম্বর।

মুক্তাগাছা শহরে সামান্য বৃষ্টি হলেই তীব্র জলাবদ্ধতার কারণে দেখা দেয় দুর্ভোগ। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা দুই ঘন্টার অঝর ধারার বৃষ্টির কারনে জলাবদ্ধতা ভয়াবহ রুপ ধারন করে। এ সময়ে শহরের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পুরাতন বাসস্ট্যান্ড, দরগাহ পাড়, ফরেস্ট অফিস, নাপিত খোলা মোড়, যমুনাসিং মোড়, পুরাতন হাসপাতাল রোড, নতুন বাজার, মনিরামবাড়ী, আটানী বাজার, বড় মসজিদ রোড, দরিচার আনি বাজার, মহারাজা রোড, টান বাজার, কলেজ রোডসহ শহরের অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েও বাসাবাড়ী-দোকানপাটে পানি ঢুকে পড়ে। এদিকে ভাঙ্গাচোরা খানাখন্দকে ভরা রাস্তার ওপরে জলাবদ্ধতা থাকায় এ রাস্তা দিয়ে যান চলাচলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।