৩নং সতর্ক সংকেত, ভারী বৃষ্টির সম্ভাবনা


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১১:২২ AM / ৬৯
৩নং সতর্ক সংকেত, ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে আগামী দুইদিন রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী দুইদিন আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে। এই সময়ের মধ্যে সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে রোববার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং আগামী দুই দিনে বৃষ্টি প্রবণতা বাড়তে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ময়মনসিংহসহ দেশের কোথাও কোথাও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।