মুক্তাগাছায় পাওয়ার প্ল্যান্ট স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০১৭, ৮:২৮ PM / ৭২৫
মুক্তাগাছায় পাওয়ার প্ল্যান্ট স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুক্তাগাছায় পাওয়ার প্ল্যান্ট স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় মুক্তাগাছা উপজেলা সত্রাশিয়া এলাকায় প্রস্তাবিত পাওয়ার প্ল্যান্ট স্থাপন এলাকার পার্শ্ববর্তী বিসিক শিল্প এলাকার (নয় মাইল) মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঐ এলাকার প্রবীন ব্যক্তি মোঃ মকবুল হোসেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৪নং কুমারগাতা ইউপি সদস্য মোঃ শামীম আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবুল, মনিরুল ইসলাম, নূরুদ্দিন ড্রাইভার, রফিকুল ইসলাম, শরাফত আলী, সুরুজ মিয়া, আন্নেছ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন ঘনবসতিপূর্ণ আবাসিক এই এলাকাতে কোন ভাবেই আমরা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে দেব না। সমাবেশ শেষে এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে শত শত লোক অংশ নেয়।