মুক্তাগাছায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০১৭, ২:২৭ PM / ২৮৫
মুক্তাগাছায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা

বুধবার নবযোগদানকৃত মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সাথে উপজেলার মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা সকালে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুনের সভাপতিত্বে সভায় পরিচিতি পর্ব শেষে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদরউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সত্য স্বপন চক্রবর্তী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম, সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, শহীদস্মৃতি সরাকরি কলেজের প্রভাষক আবু রায়হান, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান, এড. আমিনুল হক, হাফিজুর রহমান মঞ্জু, হোসেন আলী, রফিকুল ইসলাম মাজাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক পাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক, সুরুজ মিয়া, প্রাথমিক সমিতির সভাপতি আব্দুল জলিল প্রমুখ। সভায় মুক্তাগাছা উপজেলাকে মাদক ও যানজট মুক্ত পরিচ্ছন্ন উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত নির্বাহী অফিসার সুবর্ণা সরকার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কৃষি অফিসার ফারুক আমিন।