ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সমকালের প্রতিনিধি মোজাম্মেল হক খোকন (৩২), তাঁর স্ত্রী লাবণী আক্তার (২২), লাবণীর বড় ভাই মো. টমাস (৪৪), সিএনজিচালক ফারুক মিয়া (৪৫), ঈশ্বরগঞ্জ এলাকার শরীফুল ইসলাম (২৫) ও আজাহারুল ইসলাম (৫০)। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. রুকনুজ্জামান জানান, বুধবার রাতে ওই ব্যক্তিরা একটি সিএনজিতে করে নান্দাইলের দিকে যাচ্ছিলেন। পথে ঈশ্বরগঞ্জের মাইজবাগ বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ওই সিএনজিচালিত অটোরিকশা। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত হন চালকসহ সিএনজিতে থাকা যাত্রীরা। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আপনার মতামত লিখুন :