টাঙ্গাইলে বাসে গণধর্ষণ ও বরগুনায় শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০১৭, ১:৩৬ PM / ৭২
টাঙ্গাইলে বাসে গণধর্ষণ ও বরগুনায় শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ তাড়াশের কলেজ ছাত্রী রুপা খাতুনকে টাঙ্গাইলে বাসে গণধষর্নের পর হত্যা এবং বরগুনায় স্কুলের সহকারী শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে ‘হদয়ে বন্ধুসভা’র আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ সাধারণ সম্পাদক সুকান্ত সেন,সিনিয়র সাংবাদিক খ.ম একরামুল হক প্রমুখ।

‘হদয়ে বন্ধুসভা’র সভাপতি মারুফ সরকারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে। তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।