খুলনায় শিশু হাসমি মিয়া হত্যা মামলায় তার মাসহ চারজনের মৃত্যুদরে রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসমির মা সোনিয়া আক্তার, মো. নুরুন্নবী, মো. রসুল ও মো. হাফিজুর রহমান। মামলার অন্য আসামি রাব্বি সরদারকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৯ জুন খুলনা নগরীর কার্ত্তিককুল এলাকা থেকে শিশু হাসমির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মো. হাফিজুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে জানা যায়, নুরুন্নবীর সঙ্গে হাসমির মা সোনিয়ার পরকীয়া ছিল। এরই জের ধরে মায়ের সামনেই গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় হাসমিকে।
পরে তার লাশ সিমেন্টের বস্তায় ভরে খুলনা বাইপাস সড়ক সংলগ্ন সরদার ডাঙ্গা বিলের মধ্যে ফেলে দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়ার পর হাসমির মা সোনিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলাটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসার পর চলতি বছরের ২ এপ্রিল পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
আপনার মতামত লিখুন :