মুক্তাগাছায় ছাত্রলীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০১৭, ৬:২৭ PM / ৩০৩
মুক্তাগাছায় ছাত্রলীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

রবিবার দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এর আগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল সংবাদ প্রবাহকে জানান, শনিবার রাতে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন- ছাত্রলীগ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিটুল, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে, সহ-সভাপতি জাকির আহমেদ জুয়েল, সোহেল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার সভাপতি রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক সিফাত আহমেদ খান প্রমুখ।মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা অংশ নেয়।

উল্লেখ্য, শনিবার রাতের অন্ধকারে শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিনের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।