সকল মহাসড়ক ২৪ ঘণ্টায় সংস্কারের নির্দেশ


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০১৭, ১:৫০ PM / ৮০
সকল মহাসড়ক ২৪ ঘণ্টায় সংস্কারের নির্দেশ

ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে দেশের সকল মহাসড়ক ২৪ ঘণ্টার মধ্যে সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে যশোর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খুলনা ও ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, কোনো অজুহাত নয়, আমি দেখতে চাই, দেশের সব মহাসড়ক দিয়ে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। এ জন্য রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বপন ভট্টাচার্য, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।