মুক্তাগাছায় ভূমি অফিসের পুনঃসংস্কার কাজের উদ্বোধন


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০১৭, ১:৪০ PM / ৬৩
মুক্তাগাছায় ভূমি অফিসের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

মুক্তাগাছা উপজেলা ভূমি অফিসের পুনঃসংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নামফলকের মোড়ক উন্মোচন, কৃষ্ণচূড়া গাছ রোপন ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, সহকারি কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভ, প্রধান সহকারি আলাউদ্দিন, শাহীনুর আলম, হুমায়ুন কবির, আঃ করিম প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাও. আতাউর রহমান।

মোনাজাত

উল্লেখ্য, জনসাধারনের বসার স্থান, হেল্প ডেক্স, রেকর্ডরুমের উন্নয়ন ও আধুনিক আসবাবপত্র সুসজ্জিতকরনের মধ্য দিয়ে ভূমি অফিসের পুনঃসংস্কার করা হয়। পরিদর্শন শেষে তিনি পুনঃসংস্কার ও আধুনিকায়ন কাজের প্রসংশা করেন।