সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা লজ্জার


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০১৭, ১:৪১ PM / ৮৯
সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা লজ্জার

সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা হচ্ছে লজ্জার। এটি নিজেদের জন্যই বিব্রতকর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ।

তিনি বলেন, আমরা সরকারেও আছি, বিরোধী দলেও আছি। এটি নিয়ে আমাদের নিজেদেরই লজ্জা পেতে হয়। মানুষকে এ বিষয়ে কিছু বলাও যায় না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী অনুমতি দিলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পাটি। তিনি না বলা পর্যন্ত পদত্যাগ করতে পারি না। কারণ তিনি আমাকে তার বিশেষ দূত বানিয়ে সম্মান দিয়েছেন। আমি তাকে পদত্যাগের বিষয়ে বলেছি। আগেই পদত্যাগ করে তাকে অসম্মান করতে চাই না।