খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়ের আওতায় ভাড়ায় যন্ত্রসেবা প্রদান কেন্দ্রের কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।
সোমবার উপজেলার সত্রাশিয়া আইসিএম ক্লাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। উপজেলা কৃষি অফিসার নার্গিস আক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনিছুর রহমান অতুন প্রমুখ।
অনুষ্ঠানে রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, ড্রাম সিডার, কমবাইন্ড হার্বেস্টার ও পাওয়ার থ্রেসার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের টেকসই উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কৃষক জাতে ন্যায্য মূল্য পায় সেদিকে লক্ষ রেখে কৃষিতে ভর্তুকী দিচ্ছে।
আপনার মতামত লিখুন :