খুলনায় বন্দুকযুদ্ধে নিহত ২, আহত ১


F.Taj প্রকাশের সময় : জুলাই ১৭, ২০১৭, ১২:২১ PM / ৭৬
খুলনায় বন্দুকযুদ্ধে নিহত ২, আহত ১

খুলনায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার রাতে সদর থানার রেলওয়ে প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহানগরীর সোনাডাঙ্গা থানার নূরনগর মন্নুজান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. বাবু ওরফে গুড্ডু বাবু (৩০) ও আল মাহমুদ (২৪)।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার নূরনগর মন্নুজান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াসিন আরাফাত (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।