রবিবার বিকালে মুক্তাগাছা থানা হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল ও সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার আল আমিন।
বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ, অধ্যক্ষ স্বপন কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, পৌর কাউন্সিলর মীর্জা আবুল কালাম, আমজাদ হোসেন, একানব্বাই সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম, সাংবাদিক এম. ইউসুফ আলী, ফেরদৌস তাজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ। সঞ্চালকের দায়িত্ব এসআই ওয়াজেদ।
আপনার মতামত লিখুন :