হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারীসহ ৪ জঙ্গি গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে থেকে নব্য জেএমবির উত্তরাঞ্চল প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ নামে এক জঙ্গি নেতা আছে। বাকি তিনজনের নাম জানা যায়নি। সোহেল মাহফুজ বর্তমানে নব্য জেএমবির উত্তরাঞ্চল প্রধান হিসেবে কাজ করছেন।
তিনি আরো জানান, সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ী ও তানোরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সোহেল মাহফুজের নাম বলেছেন। বিশেষ কৌশলে ভোরে তিন সহযোগীসহ সোহেল মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অ্যাপসের মাধ্যমে সোহেল মাহফুজ তার কার্যক্রম পরিচালনা করছিলেন।
আপনার মতামত লিখুন :