সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সঙ্গীত-ক্রীড়াঙ্গণকে জগ্রত করতে হবে- সালাহউদ্দিন আহমেদ মুক্তি


Tajul প্রকাশের সময় : জুলাই ১, ২০১৭, ১২:৫৫ PM / ১৮৬
সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সঙ্গীত-ক্রীড়াঙ্গণকে জগ্রত করতে হবে- সালাহউদ্দিন আহমেদ মুক্তি

তথ্যমন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন সমাজের প্রতিটি স্তরে সঙ্গীত, সাহিত্য চর্চা ও ক্রীড়াঙ্গণকে জাগ্রত করার মধ্যদিয়ে সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ করা সম্ভব। মুক্তাগাছা ষোলহিস্যা জমিদার অধ্যূষিত এলাকায় একসময় সঙ্গীত ও ক্রীড়ায় ভরপুর ছিল। ওস্তাদ আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের নামী দামি সঙ্গীত শিল্পীরা এ এলাকার জনপথ মাতিয়ে রাখত। কালের বিবর্তনে আজ তা হারিয়ে যেতে বসেছে। আমরা মনে করি যুবসমাজের মাঝে মুক্তাগাছার সঠিক ইতিহাস, ঐতিহ্য তুলেধরে তা লালন করার মাধ্যমে পুনরায় এ জনপথকে সাবলীল ও সুন্দর করা সম্ভব।

শুক্রবার সন্ধ্যায় আমরা মুক্তাগাছাবাসী আয়োজিত সন্ত্রাস, দূর্নীতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মুক্ত মঞ্চে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি, সাহিত্যিক মোঃ মোখলেছুর রহমান মাস্টার। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অশোক পাল প্রমুখ। উপস্থিত ছিলেন মুক্তাগাছা সংবাদিক ফোরামের আহবায়ক মোঃ ফেরদৌস আলম, একানব্বই সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে খুদা আলম, খোরশিদ আনোয়ার ইকবাল, বিল্লাল হোসেন, বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আমরা মুক্তাগাছাবাসীর সাধারণ সম্পাদক ডেন্টিস্ট আয়নুল হক ও এম ইদ্রিস আলী। শেষে স্থানীয় ও জেলা সদর থেকে আগত শিল্পীরা নাচ ও গানে মাতিয়ে রাখে পৌর পাঠাগারের মুক্তমঞ্চ।