মুক্তাগাছায় এমপি মুক্তির উদ্যোগে বস্ত্র বিতরণ


F.Taj প্রকাশের সময় : জুন ২৪, ২০১৭, ২:৫১ PM / ১৫৭
মুক্তাগাছায় এমপি মুক্তির উদ্যোগে বস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তাগাছা উপজেলার গরিব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি ও ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য বেগম জোসনারা মুক্তি।

বস্ত্র বিতরণ করছেন এমপি
বস্ত্র বিতরণ করছেন এমপি

 

শনিবার সকালে শহরের পয়ারকান্দি এলাকায় নিজ বাসভবনের পাশে প্রায় ৫ হাজার নারী-পুরুষদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। এসময় পরিবারের সদস্য ছাড়াও নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি স্বস্ত্রীক গত তিনদিন যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করেন। শনিবার কেবলমাত্র নিজ এলাকা ও পৌর এলাকার লোকদের মাঝে বিতরণ করা হয়।