পূজার আসরে জুতা পায়ে বসে বিতর্কে শুভশ্রী


Sharif Khan প্রকাশের সময় : জুন ১২, ২০১৭, ৫:২৮ PM / ৮৮
পূজার আসরে জুতা পায়ে বসে বিতর্কে শুভশ্রী

বাড়িতে পুরোহিত ডেকে যজ্ঞ করাচ্ছেন, সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

পূজার আসরে জুতা পায়ে বসে পূজা করছে শুভশ্রীশুভশ্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যা, পূজার আসরে করজোড়ে বসে আছেন শুভশ্রী। সবই ঠিক ছিল কিন্তু ভুলটা হয়েছে জুতা না খুলে পূজার আসরে বসে। এরপর এই পোস্টের কমেন্টে যেমন শুভশ্রীর প্রশংসা করেন তেমনি জুতা পরে পূজার আসরে বসায় নানা প্রশ্ন তুলেন তার ভক্তরা। আর এ নিয়ে শুরু হয় বিতর্ক।

কয়েকদিন আগে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন শুভশ্রী। এ আলোচনা না থামতেই জুতা পায়ে পূজার আসরে বসে নয়া বিতর্কে জড়ালেন শুভশ্রী।