আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হারে নিশ্চিত হয় সেমিফাইনালে বাংলাদেশের স্থান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিলো মাশরাফি বিন মুর্তজার দল।
কিউইদের বিপক্ষে এ জয়ে ক্রিকেটবোদ্ধা মহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। হার্শা ভোগলে তাদেরই একজন। এই ম্যাচটিকে বাংলাদেশের স্মরণকালের সেরা পারফর্মেন্স আখ্যা দিয়ে হার্শা ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজে বলেন ‘অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় জায়গা পেয়েছে বহু আগেই, এই কার্ডিফেই অস্ট্রেলিয়া বধ কীর্তিও বহু আগেই ইতিহাসের পাতায় চলে গেছে, কিন্তু আজকের এই ম্যাচটা আলাদা জায়গা জুড়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট রূপকথায়।’
নিউজিল্যান্ড ব্যাটিংয়ে দারূন শুরুর পরও চড়ে বসতে পারেনি বাংলাদেশের ঘাড়ে। এর পেছনে অধিনায়ক মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব আর গুরু চান্দিকা হাতুরুসিংহের কোচিংয়ের ভূয়সী প্রশংসা করেন এই বর্ষীয়ান ক্রিকেট বিশ্লেষক। সাকিব আর মাহমুদুল্লাহর ২২৪ রানের জুটি সম্পর্কে হার্শা বলেন, ‘এই দুর্দান্ত জুটি খোদ ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা জুটি।’
শুরুর দিকে রিয়াদ যখন ঝুঁকি নিয়ে বাউন্ডারি বের করে স্কোরবোর্ড সচল রাখছিলেন, তখন তাকে চাপ মুক্ত রাখার জন্য সিঙ্গেলস ডাবলস নিচ্ছিলেন সাকিব। এই রোলপ্লে দুজনের মধ্যকার দারুণ বোঝাপড়ার প্রমাণ বহন করে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
ব্যক্তিগতভাবে মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ প্রশংসা করেন তিনি। রিয়াদকে বড় ম্যাচের খেলোয়াড় আখ্যা দিয়ে হার্শা বলেন, ‘তাঁর ক্যারিয়ার সেরা তিন ইনিংসই আইসিসির টুর্নামেন্ট এ করা। চাপের মুখে তিনি যেভাবে পারফর্ম করেন তা এক কথা অনবদ্য!’
মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি বাংলাদেশের আরও পরিচর্যা করা উচিত বলে মনে করেন ভোগলে। যথাযথ সুযোগ পেলে বিশ্বসেরা চার কিংবা পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে রিয়াদ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :