দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে) গোলাম মোস্তাফা বলেছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ’মোরা ’ আগামীকাল মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে। এ সব এলাকার বাসিন্দাদের সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।
সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ’মোরা’ আগামীকাল মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে। এ সময় বৃষ্টিসহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ সব এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে পাঁচ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :