পবিত্র রমজানের শুরুতেই এতিমদের সঙ্গে ইফতার করলেন মুক্তাগাছার সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি । রবিবার রমজানের প্রথম দিনে তিনি দাওগাঁও ইউনিয়নের রসুলপুর জয়েনশাহী মাজার ওয়াক্ফ এস্টেট এতিমখানা আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
ইফতার শুরুর অনেক আগেই মাহফিলস্থল মাজার প্রাঙ্গণে উপস্থিত হন এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি। এরপর তিনি এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এতিমরাও এমপিকে কাছে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে। তাদের চোখে-মুখে ছড়িয়ে পড়ে সেই আনন্দের ঝিলিক।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ, হেফাজতে ইসলাম নেতা মাও. আকরাম হোসেন, জাতীয় পার্টির নেতা শামছুদ্দিন আহমেদ মাস্টার, আতাউর রহমান লেলিন, আব্দুর রশিদ সরকার, জসিমউদ্দিন মাস্টার, মিজানুর রহমান, কামরুল হাসান সোহাগ ও স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :